শ্রম
শ্রম “রাশেদুল ইসলাম” দুধের স্বাদ পানিতে নহে বুঝিতে নাহি চাও, ধার নেয়া সুখের তরে বোহাস না আর নায়ো। ধারের সুখ টিকেনা কভু খনিকে পায় প্রাণ, কিছুক্ষণেই নিস্প্রাণ তা সুগন্ধি হলেও এর ঘ্রাণ। ধারে কি আর দুঃখ ঘুচে ভাই শ্রমের বৈঠা লও হাতে, সব যাতনা হইবো দুর মাঘ পূর্ণিমার রাতে। পাখি যেমন ডাল ভাঙ্গনে নয় ডানায় […]