শেখ সাদী নিয়ে আসছেন নতুন গান ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’
‘ললনা’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পেয়েছেন শেখ সাদী। এবার শেখ সাদী নিয়ে আসছেন নতুন গান-ভিডিও ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’। এই গানটির ভিডিওতে শেখ সাদীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত নায়িকা ফারিন খান। এবারই প্রথম দুজন একসঙ্গে কোনো কাজ করলেন। গানটির কথা লেখক মেহেদী হাসান লিমন। সুরকার আসিফ শাহরিয়ার। সংগীতায়োজনে আলভী আল বেরুনী। […]