মার্কিন মন্দিরে গান্ধীর দেহাবশেষের ছাই থাকার দাবি
ভারতের জাতির জনক এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মহাত্মা গান্ধী উগ্র হিন্দুত্ববাদী আততায়ীর হাতে নিহত হওয়ার ৭৪ বছর পূর্ণ হলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মন্দির থেকে এতো বছর পর এসে দাবি করা হয়েছে, সেখানে গান্ধীর দেহাবশেষের ছাই আছে। ঘটনা সত্যি হলে, ভারতের বাইরে গান্ধীর শেষকৃত্যের ছাই থাকা প্রথম জায়গা এটি। হলিউড থেকে হাঁটা দূরত্বে সানসেট বুলভার্ডে […]