রাত পোহালেই ভোট বৃষ্টি আর সংঘাতের আশংখ্যায় চিতলমারীর ভোটাররা
অলোক মজুমদার, চিতলমারী প্রতিনিধিঃ রাত পোহালেই ভোট।প্রার্থীর কর্মী সমর্থকরা আছে টেনশনে কি হয়,কি হবে ভোটের ফলাফল?এদিকে বৃষ্টি হানা দিয়েছে রবিবার ভোর রাত থেকে।প্রকৃতির বিরুপ আচরণে চিন্তিত প্রার্থীরা। এভাবে বৃষ্টি হলে ভোটাররা ভোট কেন্দ্রমূখী হবে তো? করোনা মহামারিতে স্থগিত ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০সেপ্টেম্বর। বাগেরহাট জেলায় প্রতিটি উপজেলায় ভোট এইদিনে। ব্যস্ত সময় পার করেছে নির্বাচন অফিস কেন্দ্রে […]