সংবাদপাঠিকা রেহনুমার প্রেমে পাগল তিন প্রেমিক
দীর্ঘদিন পর ঈদের বিশেষ ধারাবাহিকে অভিনয় করেছেন সংবাদপাঠিকা রেহনুমা মোস্তফা। ৭ পর্বের বিশেষ এই ধারাবাহিকটির নাম ‘থ্রি ব্যাচেলর’। রুহুল আমিন পথিকের রচনায় এটি নিমাণ করেছেন নাসির উদ্দিন মাসুদ। ধারাবাহিকটির গল্পে রেহনুমার প্রেমিক হিসেবে দেখা যাবে তিন ব্যাচেলর মারজুক রাসেল, চাষী আলম ও পীযূষ সেন বেনু। এই ধারাবাহিকটি নিয়ে রেহনুমা বলেন, ছোটবেলা থেকেই নিজেকে পর্দায় […]