মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া আমার জন্য বিশেষ ব্যাপার: রামোস
একসময়ের চরম শত্রু, এখন বন্ধু! লিওনেল মেসি ও সার্জিও রামোসের সম্পর্ক মোটেই এমন ছিল না। তবে বরফ যে গলেছে তাতে কোনো সন্দেহ নেই। অতীত পেছনে ফেলে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির জার্সিতে দু’জনই এখন একই নৌকার যাত্রী। একসঙ্গে খেলার ফলে দুজনের মধ্যে বন্ধুত্ব যেমন তৈরি হচ্ছে, তেমনি একজন আরেকজনকে প্রশংসায় ভাসিয়ে দিতেই কুণ্ঠাবোধ করছেন না। ক্রীড়া সংবাদমাধ্যম […]