চট্টগ্রামে আতংক ও অরাজকতার নতুন নতুন নাম কালো রানা – ভীত-সন্ত্রস্থ এলাকাবাসী
চট্টগ্রাম মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়ায় ডিসিরোড থেকে শুরু করে দেওয়ান বাজার, শান্তি নগরের বগার বিল প্রত্যেক জায়গায় অপরাধ জগতের নতুন সম্রাট হিসেবে নিজেকে আবির্ভাব হিসেবে গড়ে তুলেছেন দৈনিক আলোকিত প্রতিদিনের নামধারী সাংবাদিক এ কে এম তরিকুল ইসলাম রানা ওরফে কাইল্লা রানা। মূলত তার পিতা সাবেক কাউন্সিলর মাষ্টার জাফরুল ইসলাম আরেকদিকে তার ভাই সাবেক […]