স্লুইস গেট অকেজো হওয়ায় ফলে ২৪ গ্রাম প্লাবিত হওয়ার আশংকা
শেখ মোস্তফা কামাল কেশবপুর যশোর প্রতিনিধিঃ কেশবপুর ১১নং হাসানপুর ইউনিয়নের নেহালপুরের কাদার খালের উপর স্লুইস গেট অকেজো হয়ে পড়ায় কপোতাক্ষ নদের পানিতে ২৪ গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্লুইস গেট সংস্কারের দাবীতে এলাকাবাসি এক জরুয়ারী সভা করেছে। এলাকাবাসির তথ্য সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার নেহালপুর, সাগরদাঁড়ী, শেখপুরা, রেজাকাটি, বগা, মোমিনপুর, সকসেকেনপুর, কাবিলপুর, আউয়ালগাতী, বুড়িহাটি, শ্রীপুর, […]