নবাবগঞ্জে যুব সমাজের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার
অলিউর রহমান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ নবাবগঞ্জের খলিশাগাড়ীর প্রধান রাস্তাটি অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়, বর্ষায় থাকে হাঁটুপানি। আশপাশের বেশ কিছু গ্রামের কয়েক শো মানুষের ভোগান্তির কোনো শেষ ছিল না এই রাস্তার কারণে। রাস্তা সংস্কারের জন্য জনপ্রতিনিধির কাছে একাধিকবার গিয়েও কোনো লাভ হয়নি। তাই স্থানীয় লোকজন নিজ উদ্যোগে সংস্কার করেছেন। নেজমাইলের বাড়ি থেকে মোন্নাফের দোকান পর্যন্ত সেই […]