হেলিকপ্টার থেকে পড়তে থাকা বোমার ভয়ে ৬ দিন না খেয়ে ছিলাম
করোনা পরিস্থিতিতে তাঁতের ব্যবসায় ক্ষতির মুখে পড়েন তিনি। এ ব্যবসা ছেড়ে ইউরোপে প্রবাসী হওয়ায় চেষ্টায় প্রথমে পাড়ি জমান ইউক্রেনে। সেখানেও কপালের শনি কাটেনি তার। লেগে গেল যুদ্ধ। আর তাতে আয়-উপার্যন তো দূরের কথা, জীবন বাঁচানোই দায়। রাশিয়ার হেলিকপ্টার থেকে মুহুর্মুহু পড়তে থাকা বোমার ভয়ে নিরাপদ ঠাঁই খুঁজলেন ৬ দিন। ৬ দিনে ৬ রাত কোনো খাওয়া-দাওয়া […]