তাড়াশে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহ্ফিল
মোঃ শাহিন আলম সিরাজগঞ্জ (তাড়াশ) রিপোর্টার :বিধাতার কী নিষ্ঠুর বিধান যে বাঙালির রক্ত ঝরা শোকাবহ আগস্টেই শহিদ শেখ কামালের জন্মদিন। বুকে পাথরচাপা কষ্ট নিয়ে আজ আমরা তাকে শুভেচ্ছা বা শ্রদ্ধাই কেবল জানাতে পারি। মনের বিশাল দরজা-জানালা খুলে দিয়ে উদাত্ত স্বরে বলতে পারি না ‘শুভ জন্মদিন’। সবাই মিলে গাইতে পারি না, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ […]