জন্মদিনের উপহার দিয়ে ফেরদৌসকে চমকে দিয়েছেন তার সহধর্মিণী তানিয়া
মঙ্গলবার শুভ জন্মদিন পালন করলেন চিত্রনায়ক ফেরদৌস। আর বিশেষ এই দিনে উপহার পেয়ে চমকে গেলেন তিনি। জন্মদিনেই তো উপহার মিলবে, এতে চমকে যাওয়ার কি আছে? তবে ফেরদৌস জানালেন, উপহারটি এতো বিশাল যে, না চমকে যাওয়া ছাড়া উপায় নেই। জন্মদিনে ৫ হাজার বর্গফুটের ফ্ল্যাট উপহার পেয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত তারকা! এবার পাঠকও চমকে গেছেন নিশ্চিত। কে দিল […]