আত্মহত্যা মহাপাপ ; তবুও মানুষ মৃত্যুকে বেঁছে নেয়!
অনুলিখন: জেমস আব্দুর রহিম রানা |গণমাধ্যমকর্মী, যশোরঃ কেউ ইচ্ছে করে নিজের জীবনের ইতি ঘটায় না। ডিপ্রেশনের শেষ মুহূর্তটাতেও মানুষ নিজেকে আরেকবার বাঁচিয়ে নতুনভাবে শুরু করবার তীব্র আশা নিয়ে বেঁচে উঠতে চায়। উঠে দাঁড়ানোর একটা হাত চায়। ভরসা রাখবার জন্য একটা কাঁধ চায়। কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখবার একটা কারণও যখন আর অবশিষ্ট না থাকে তখনি মানুষ […]