ই-মেইলের নোটিফিকেশন পাবেন স্মার্টওয়াচে
এবার প্রযুক্তি বাজারে এলো ভারতীয় সংস্থা নয়েজের নতুন বাজেট রেঞ্জের স্মার্টওয়াচ। নয়েজ কালারফিট ভিশন ২ স্মার্টওয়াচটি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এমনকি এতে থাকছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। সংস্থার মতে, একবার চার্জে এটি এক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এমনকি এটি ম্যাগনেটিক চার্জিং টেকনোলজি সাপোর্টসহ এসেছে। নতুন নয়েজ কালারফিট ভিশন ২ স্মার্টওয়াচে দেওয়া […]