মালয়েশিয়া ইমিগ্রেশন ৭৪ ইন্দোনেশিয়া নাগরিকে দেশে পাঠালো
সাজা শেষে ৭৪ জন ইন্দোনেশিয়ান নাগরিকদের দেশে পাঠালো মালয়েশিয়া ইমিগ্রেশন। ৯ অগাস্ট যেখানে এন্টিকং ক্রস বর্ডার পোস্ট (পিএলবিএন) এবং কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় টেবেদু আইসিকিউএস প্রবেশদ্বারের মাধ্যমে বিকাল ৪.০০ টায় স্থানান্তর প্রক্রিয়া শুরু হয় ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র কুচিং এর কাছে । এদের মধ্যে ৫৮ জন পুরুষ, ১৫ জন মহিলা এবং ১ শিশু নিয়ে মোট ৭৪ জন ইন্দোনেশিয়ান […]