সাজ্জাদ আহমেদ শিপন: ‘শুক্রবার আমি খুব ভয় পাই’
‘শুক্রবার আমি খুব ভয় পাই। এদিন আমার বাবাকে হারিয়েছি, বোন জামাইকে হারিয়েছি। এবার হারালাম ছেলেকে। এই দিনটি আসলেই ভয় পাই’— বিড়বিড় করে মুঠোফোনে এভাবেই বলছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। সাবেক এই জাতীয় ক্রিকেটার ১১ বছর বয়সী ছেলে শায়ান আহমেদ শুদ্ধকে হারিয়ে পাগলপ্রায়। গতকাল শুক্রবার (১৬ জুলাই) দুপুরে হঠাৎ করে বাবার কোলেই না ফেরার দেশে চলে যায় […]