একই রাতে বিশ্ব সানার ৮টি গরু চুরি
খুলনার পাইকগাছার পল্লি থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে কে বা কারা স্থানীয় দক্ষিণ আমিরপুর বিশ্ব সানার গোয়াল ঘর থেকে গরু গুলি চুরি করে নিয়ে যায়। বিশ্ব সানা জানান, তার গোয়াল ঘরে ১১টি গরু বাঁধা ছিল। যার মধ্যে ১টি এঁড়ে গরু, ৪টি গাভি ও ৪টি বকনা গরু চুরি করে নিয়ে গেছে। অন্য […]