পর্নো ইন্ডাস্ট্রির ধর্মা-যশ রাজদের সঙ্গে কাজ করেছি: সানি লিওনি
সানি লিওনির অতীত কারোর অজানা নয়। বলিউডে ক্যারিয়ার শুরু আগে একটা লম্বা সময় পর্নো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। শুধু কাজ করেছেন বললে ভুল হবে, ওই ইন্ডাস্ট্রির সবচেয়ে দামী তারকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত হাতড়ে দেখলেন সানি। এক পডকাস্টে অভিনেত্রী বলেন, ‘অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির ধর্মা আর যশ রাজদের সঙ্গে কাজ করেছি আমি।’ বলিউডের […]