সান্তাহারের স্বনামধন্য শরবত বিক্রেতা মিলন বাঁচতে চায়!
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ২ ছেলে, ১ মেয়ে, ছোট বোন ও বাবা, মাকে নিয়ে সুখ-দু:খে ভালই চলছিল শরবত বিক্রেতা মিলন হোসেনের ছোট সংসার। ছোট বোনকে বিয়ে দিয়েছে। ছেলে-মেয়েকে নিয়ে মিলনের ছিল অনেক স্বপ্ন। ছেলে-মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করার প্রত্যয় ছিল মিলনের মনে প্রাণে। শরবত বিক্রি করে যা আয় হতো দিয়ে ভালোই চলছিল […]