জামালপুর ইসলামপুরের সাপধরি ইউনিয়নের অস্থায়ী বসতীদের উপর একদল দুর্বৃত্তের হামলা
ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার জামালপুর: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৪নং সাপধরি ইউনিয়নের উত্তর জোরডোবা অস্থায়ী বসতবাড়ির (নদী ভাঙ্গনের শিকার) লোকদের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত ডাকাত দলের গ্যাং লিডার চটকু মন্ডল ও তার সহযোগী সহ আরো ৩০ থেকে ৩৫জন । চটকু মন্ডল ও তার সহযোগীরা মিলে অস্থায়ী বসত বাড়ির ৫/৬ জনের উপর হামলা, […]