বলিউড অভিনেতা সালমান সাপের কামড়ে হাসপাতালে
বলিউড অভিনেতা সালমান খানকে সাপে কামড়েছে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে পানভেলের ফার্মহাউসে তাকে সাপে কামড়েছে বলে জানা গিয়েছে। সাপের কামড়ের পর সালমান খানকে সঙ্গে সঙ্গেই মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, যেই সাপটি সালমান খানকে কামড় দিয়েছে সেটি বিষহীন সাপ। তাই সালমান খান আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। গুরুতর কোনও […]