সালথা ও নগরকান্দা জাওয়াদ এর প্রভাব
ফরিদপুর সালথা ও নগরকান্দা উপজেলায় গত কয়েকদিনের ঘূর্ণিঝড় “জাওয়াদ” এর ভারী বর্ষণের ফলে এলাকা প্লাবিত হয়ে যায় । হাজার ও কৃষকের এক মাত্র ফসল পিঁয়াজ তলিয়ে যায় এ সময়ে বল্লভদী ইউনিয়নের বাউশখালী গ্রামের ফকির বাড়ির সামনে। কৃষকের ফসল বাচাতে পানি নিস্কাশনের কাজ চলছে কলম কথার এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন ডাক্তার মোহাম্মদ আকরাম আলী […]