তিন দশক পর আবারও একসঙ্গে আমির ও সালমান
প্রায় তিন দশক পর আবারও একসঙ্গে দেখা যাবে আমির খান ও সালমান খানকে। খুব শিগগিরই এক দুই খান একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। খবর আনন্দ বাজারের।গত বছরটা ভালো যায়নি বলিউড পারফেকশনিস্ট আমির খানের।বক্স অফিসে সফল হয়নি ‘লাল সিংহ চাড্ডা’। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ছবিটি দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি। ‘লাল সিংহ চাড্ডা’র […]