সালমান-ক্যাটরিনার যে গান ইউটিউবে ৮৭ কোটি দর্শক দেখেছে (ভিডিও)
বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের একটি গান ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে। ‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত’ গানে সালমনের ‘সোয়াগ’ আর ক্যাটরিনার নাচ, দুইয়ে মিলে ঝড় তুলেছে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম গান। ‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত’ গানটির শ্যুটিং হয়েছে গ্রিসে। আলি আব্বাস জাফরের পরিচালনায় গানটিতে সালমান খান ও ক্যাটরিনা ছাড়াও মোট ১০০ […]