যশোরে ভেজাল ও নিম্নমানের আয়ুর্বেদ ওষুধের ছড়াছড়ি
চিরায়ত ইউনানি, আয়ুর্বেদ ও হার্বাল কোম্পানির ভেজাল আর নিম্নমানের ওষুধে যশোরের বাজার সয়লাব হয়ে গেছে। একইভাবে ফার্মাসিটিক্যালস কোম্পানির ওষুধও নিম্নমানের বলে শনাক্ত হয়েছে। গত এক বছরে এমন সাতটি প্রতিষ্ঠানের আটটি ওষুধ নিম্নমানের প্রমাণিত হওয়ায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। ড্রাগ আইনে উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ড্রাগ আদালতে মামলা হয়েছে। জোরদার করা হয়েছে সার্ভিল্যান্স। সূত্র জানায়, […]