চালের কুঁড়া থেকে বিদ্যুৎ ও সিলিকা উৎপাদন
দেশে প্রথমবারের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে চালের কুঁড়া দিয়ে বিদ্যু উৎপাদন করা হচ্ছে এবং পোড়ানো কুঁড়ার ছাই থেকে উৎপাদন করা হচ্ছে সিলিকা। অত্যন্ত সম্ভাবনাময় এই প্রকল্পকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন। জানা গেছে, জেলার চিলারং ইউনিয়নে সাসটেইনেবল এনার্জি এন্ড এগ্রো-রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠান ইটকলের সহযোগিতায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে চালের কুঁড়া থেকে বিদ্যুৎ […]