এবার অ্যান্ড্রয়েডেও টুইটারের ‘নেভিগেশন বার’
মার্কিন টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপের ‘নেভিগেশন বার’ কাস্টমাইজ করতে দিচ্ছে প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিশেষ সেবা ‘টুইটার ব্লু’। এর আগে ফিচারটি কেবল ‘আইওএস’-এ ছিল। ‘ব্লু’-এর ‘স্পেসেস’ আইকনটি সরিয়ে ফেলার সুযোগ দেবে এই ফিচার, যা এতোদিন ব্যবহারকারীর নেভিগেশন বারের একদম মাঝামাঝি অবস্থান করতো। এই কাস্টমাইজড নেভিগেশন সুবিধা আসায় স্ক্রিনে […]