বিলি জ্যোল টেইলর সুইফটকে বিটলসের সঙ্গে তুলনা করলেন
‘পিয়ানো ম্যান’ গানের জন্য খ্যাত সঙ্গীত কিংবদন্তী বিলি জ্যোল টেইলর সুইফ্টকে বিটলসের সঙ্গে তুলনা করে জানিয়েছেন সুইফ্ট হলেন বর্তমান প্রজন্মের ‘ফ্যাব ফোর’। বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পীদের সম্পর্কে জানতে চাইলে জ্যোল ইউএসএ টুডেকে বলেন, অ্যাডেল অসাধারণ গায়িকা, বিগত দিনের (বারবারা) স্ট্রাইস্যান্ডের মত। টেইলরও (সুইফ্ট) দারুণ প্রতিভাবান গায়িকা। সে ভাল গান করছে, তার গানগুলোও অতুলনীয় আর সে […]