ভারতে ভয়ংকর সুপারবাগের সন্ধান, ডেকে আনতে পারে লাখো মৃত্যু
ভারতে করোনাভাইরাসের দাপট এখনো একচুলও কমেনি। এই মহামারীতে এখনো সমানে মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। এর সাথে দোসর হয়ে দাঁড়িয়েছে কালো ছত্রাক (ব্ল্যাক ফাঙ্গাস) বা মিউকোরমাইকোসিস। প্রাণঘাতী এই ছত্রাক সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এসবের মধ্যেই এবার দেশটির আন্দামানে সন্ধান পাওয়া নতুন এক ছত্রাককে ঘিরে নতুন আশঙ্কা, যা আসলে […]