বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ঔষধ কিনে দিলেন সুমন রাফি
তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী-আলফাডাঙ্গাসহ আশপাশের এলাকার একজন নিভৃতচারী সমাজসেবক সুমন রাফি। যার পুরো নাম মো. হেদায়েতুর রাফি সুমন। সমাজসেবক সুমন রাফি নামেই তাকে চেনেন সাধারণ মানুষ। নিঃস্বার্থভাবে অসহায় অবহেলিত মানুষের সাহায্যার্থে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। যখনই কোনো হতদরিদ্র মানুষের আকুতি শুনতে পান, তখনই সেখানে গিয়ে হাজির হন এবং সাধ্যমতো সহযোগিতা করেন। দীর্ঘদিন ধরে বিনাস্বার্থে […]