রাতের বিশেষ আমল সূরা মুলক
সূরা মুলক একটি স্বতন্ত্র সূরা। এটি পবিত্র কোরআনুল কারিমের ৬৭ নম্বর সূরা। এ সূরা পাঠে অনেক ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোরআনে এমন একটি সূরা আছে, যার মধ্যে ৩০টি আয়াত রয়েছে, যা তার পাঠকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর সেটি হলো ‘তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু […]