উত্তরাঞ্চলে চৈত্র মাসে পৌষের আমেজ
বসন্তের পড়ন্তকালে বাংলার চৈত্র মাসের কুড়ি দিন অতিবাহিত হয়েছে। চৈত্রের এই সময়ে মানুষ মাঠে কাজ করতে গিয়ে প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠে। ক্ষণিকের জন্য ছায়া বা শীতল হাওয়ার প্রয়োজন অনুভব করে। অফিস-আদালত, বাসা–বাড়িতে গরমে শীতল হওয়ার একমাত্র ভরসা বৈদ্যুতিক পাখা। কিন্তু চৈত্রে এই ক্ষণে গত পাঁচ দিন থেকে রংপুর অঞ্চলে হঠাৎ করে বদলে গেছে আবহাওয়া। এ […]