ক্লাউড গেইমিং প্রযুক্তি পেতে মাইক্রোসফটের সঙ্গে সেগা
মাইক্রোসফটের ক্লাউড গেইমিং প্রযুক্তি ব্যবহার করে বড় বাজেটের গেইম নির্মাণ করতে চাইছে সেগা। এ লক্ষ্যে মার্কিন সফটওয়্যার জায়ান্টের সঙ্গে কৌশলগত জোট বেঁধেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের অনুমান, এটি হয়তো দুই প্রতিষ্ঠানের মধ্যে আরও গভীর কোনো সম্পর্কের ইঙ্গিত। সম্প্রতি শেয়ার বাজারবিষয়ক এক বিবৃতিতে টোকিও ভিত্তিক সেগা জানায়, মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্মের বৈশ্বিক নাগালকে কাজে লাগিয়ে তারা গেইম নির্মাণের […]