খুলনা থেকে বাইসাইকেল যোগে বঙ্গবন্ধু ভাসমান সেতুর উদ্দেশ্যে ১০ যুবক
মাবিয়া রহমান,স্টাফ রিপোর্টারঃ যশোরের মনিরামপুরে অবস্থিত দেশের সাড়াজাগানো প্রথম ভাসমান সেতু(বঙ্গবন্ধু ভাসমান সেতু)’টিকে এক নজরে দেখতে খুলনা থেকে বাইসাইকেল যোগে যশোরের মনিরামপুরের উদ্দেশ্যে দশ(১০)জন যুবক।আসা যাওয়া মিলে আনুমানি পথ ১৪০ কিঃমিঃ।শনিবার(১৪ই)আগস্ট ভোররাতে তারা তাদের নিজ ব্যবহিত বাইসাইকেল নিয়ে বঙ্গবন্ধু ভাসমান সেতুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বলে জানিয়েছেন উক্ত দর্শনার্থীরা। পেশায় সকলে রাজমিস্ত্রি। দর্শনার্থীদের মধ্যে রয়েছে,,, আব্দুল […]