বলিউড অভিনেতা ঢাকায় সালমানের ভাই সোহেল খান
ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা সালমান খানের ভাই সোহেল খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ এই বলিউড তারকা রাজধানী বনানীর অনুষ্ঠানস্থলে পৌঁছান। উপলক্ষ, ভাই সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন। রাজধানীর বনানীতে ‘বিইং হিউম্যান’-এর নতুন আউটলেট। সেখানে তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও নৃত্যশিল্পীদের সঙ্গে নাচেন। […]