সূর্যের দানবীয় সৌর শিখার ভিডিও প্রকাশ করলো নাসা
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নাসার ওয়েবসাইটে একটি সৌর শিখা নির্গমনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। রোববার (৩১ জুলাই) সূর্য পর্যবেক্ষণের জন্য নাসার পাঠানো সোলার ডাইনামিকস অবজারভেটরি স্যাটেলাইট ওই ভিডিও ধারণ করে। ওই স্যাটেলাইট বিস্ফোরণস্থল থেকে উত্তপ্ত ধ্বংসাবশেষও পর্যবেক্ষণ করেছে। নাসার গবেষকেরা সূর্যের একটি পাশ থেকে বিশাল একটি সৌর শিখা নির্গত হওয়ার বিষয়টি শনাক্ত করেছেন। […]