আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউট’স গ্রুপের ট্রুপ মিটিং পরিদর্শন
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউট’স গ্রুপের সাপ্তাহিক ট্রুপ মিটিং অদ্য সকাল দশ ঘটিকায় পবিত্র কোরআন তিলাওয়াত ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে ট্রুপ মিটিংয়ের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্টাতা সম্পাদক উড-ব্যাজার ও মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্ত আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল, প্রধান অতিথি […]