দপদপিয়ায় স্কুল শিক্ষিকাকে মারধোর ও শ্লীলতাহানি
ঝালকাঠি প্রতিনিধি: ঝালককঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে ভূমিদস্যু বসার শিকদার ও তার বসারবাহিনীর হাতে মারধোরের শিকার হয়েছে এক স্কুল শিক্ষিকা।অভিযোগ কারী স্কুল শিক্ষিকা বলেন নলছিটি থানাধীন দপদপিয়া জিরোপয়েন্টে আমার দুইটি দোকান রহিয়াছে। যাহার একটি মোঃ সামুন হাওলাদার এর নিকট ভাড়া দেওয়া আছে। অপর দোকানটি অনুমান ১ বছর যাবত তালা লাগানো রহিয়াছে। অদ্য ইং ০৬/০১/২০২২ তারিখ […]