মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরসহ; প্রতিমার স্বর্ণ অলংকার চুরি!
তরিকুল ইসলাম তারেকঃ ঝিনাইদহের চাকলাপাড়ার মহিষাকুন্ডু আদিবাসী সরদার পূজা মন্দিরে ঢুকে মন্দির সহ মন্দিরে থাকা একটি প্রতিমা ভাংচুর এবং প্রতিমার গায়ে থাকা দুই (২)ভরি স্বর্ণের গহনা চুরি করিয়া নেয়। এ বিয়য়ে শ্রী চান্দু কর্মকার বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেন বলে প্রতিবেদক কে জানান। এজাহারে উল্লেখ-আমি শ্রী চান্দু কর্মকার (৩৮০, পিতা-মৃত শুকুমার […]