মৌলিক চাহিদা পূরণে বিপ্লব
পঞ্চাশোর্ধ্ব জাহানারা বেগম স্বাধীনতার পর চাল থেকে পড়ে গুরুতর আহত হন। চুলা থেকে গরম সিদ্ধ ধান নামিয়ে তার ওপর চট বিছিয়ে বিশেষ প্রক্রিয়ায় তার চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কোনো হাসপাতালে নেওয়া হয়নি। কাছে-কূলে তেমন ভালো চিকিৎসাব্যবস্থা ছিলও না। নানা সমস্যার কারণে সেসময় নয় বছরের জাহানারা স্কুলের দুয়ারের সামনে ঘোরাঘুরি করেছেন মাত্র। খুব বেশি পড়া হয়নি। […]