বেবি ব্লুজ: যেভাবে হতাশামুক্ত হবেন নতুন মায়েরা
সন্তান জন্মদানের পর নতুন মায়ের বিষণ্ণতা (পিপিডি) খুবই স্বাভাবিক বিষয়। যা ‘বেবি ব্লুজ’ নামে পরিচিত। ‘বেবি ব্লুজ’ একজন মাকে হতাশাগ্রস্ত করে তুলতে পারে, স্বাভাবিক কাজে তিনি আগ্রহ হারাতে পারেন। নতুন মায়ের হতাশাগ্রস্ত হোন কেন? অন্তঃসত্ত্বা নারীর শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন উৎপাদন বেড়ে যায়। সন্তান জন্ম দেয়ার পরে এই হরমোন দ্রুত হ্রাস পেয়ে পিপিডির ঝুঁকি বাড়াতে […]