যশোরে রাকিবুল হত্যা মামলায় এক চরমপন্থি সদস্য অস্ত্রসহ আটক
অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: যশোরের অভয়গরের রাকিবুল হত্যা মামলায় একজনকে অস্ত্রসহ আটক করেছেন যশোর ডিবি পুলিশ। পুলিশের দাবি সে চরমপন্থি দলের সদস্য। আটক সোলায়মান ওরফে জুয়েল মোল্লা ওরফে জুয়েল খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। ডিবি পুলিশ জানায়, ডিবির এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে এসআই মফিজুল ইসলামের সম্বন্বয়ে একটি টিম শনিবার বিকেলে ঢাকা […]