ধর্মীয় জ্ঞানের স্বরূপ সন্ধান
কোরআন-হাদিসের উদ্ধৃতি মুখস্থ করার নাম ইলম তথা ধর্মীয় জ্ঞান নয়, বরং ইলম হলো একটি নুর বা জ্যোতি। যে জ্যোতি সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘যাকে আমি মানুষের ভেতর চলার জন্য আলো দিয়েছি সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে আছে এবং সে স্থান থেকে বের হওয়ার নয়?’ (সুরা আনআম, আয়াত : ১২২) আর সেই নুর […]