গোবিন্দগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক এর হার্টএ্যাটাকে মৃত্যু
গোবিন্দগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক এর হার্টএ্যাটাকে মৃত্যু কেএম জহুরুল হক( জনি),গাইবান্ধা থেকে:- গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মরত কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক(৩৮)ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন)।তিনি শনিবার(১৫ই-মে) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলার উপসহকারী […]