নড়াইলে হিন্দু নারীর ফসলীয় জমি জোর করে দখল করার প্রচেষ্টা
সোহানা পারভীন জনি,স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা পৌরসভার ৮নং ওয়ার্ডের ধোপাখোলা গ্রামের দিলীপ অধিকারী’র সহধর্মিনী ছোট অধিকারীর জমি জোর করে দখল করার প্রচেষ্টা চলছে।জোরপূর্বক দখল করার জন্য “ছোট অধিকারী”র দেবর লংকেরস্বর অধিকারীসহ এলাকার চিহৃিত সন্ত্রাসীরা মেতে উঠেছে। অনুসন্ধানে জানা যায়”ছোট অধিকারীর স্বামী দিলীপ কুমার অধিকারী শারীরিকভাবে অসুস্থতার কারনে স্ত্রীর অনুকূলে ১৮/০১/২০২৩ইং সাল তারিখে ৬৪নং দানপত্র দলিলমূলে […]