ট্রফিশূন্য নেতৃত্ব শেষে বিরাটের দাবি, ‘১২০ ভাগ দিয়েছি’
১১ মৌসুম, প্রতিবারই নতুন আশা, নতুন স্বপ্নের বাসা, দেদার খরচ, দলে বিধ্বংসী সব তারকা, কিন্তু সবকিছুর শেষে কেবলই হতাশা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে বিরাট কোহলির নেতৃত্বের অধ্যায় শেষ হলো কোনো ট্রফি ছাড়াই। তিনি যদিও বলছেন, প্রতি মৌসুমেই নিজের শতভাগের বেশি ঢেলে দিয়েছেন দলের জন্য।অধিনায়ক কোহলির আইপিএল ট্রফি জয়ের শেষ আশা শেষ হয়ে যায় সোমবার। এবারের আসরের […]