পাবনা পুলিশ সুপার উদ্ধারকৃত ২০০ পাখি অবমুক্ত করেন
মামুনুর রহমান,পাবনা: পাবনা জেলায় জন্মেছিলেন কবি বন্দে আলী মিঞা (১৯০৬–১৯৭৯)। তিনি পাখি কবিতায় লিখেছিলেন ” খাঁচার দুয়ার আলগা পাইয়া উড়ে গেল পাখি বনে”। তাঁর মৃত্যুর ৪২ বছর পর পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয় পাবনার মাটিতে কবির অনুভূতির বাস্তবায়ন করে সুজানগর থানা চত্ত্বরে খাঁচার দুয়ার আলগা করে উড়িয়ে দিলেন পাখি বনে। […]