২১ জুন কে, কেন কর্কটক্রান্তিদিবস বলা হয়?
প্রতিবছর ২১ জুন দিনটি বড় হয়ে যায় কেন? সূর্যদয় (ছবি সংগৃহীত) অফিসের ডেডলাইন ঘাড়ে নিয়ে দিনভর কাজ করেও যখন কুলাতে পারেন না তখন বারবারই মনে হয়, দিনটা বড্ড ছোট, কয়েকঘণ্টা বাড়িয়ে পাওয়া গেলে মন্দ হয় না। কিংবা দারুণ কোথাও ঘুরতে গেছেন, সন্ধ্যায় ঘরে ফিরতে হবে। অস্ফুটে বেরিয়ে আসে, দিনটা আরেকটু বড় হলে কী হতো? ২৪ […]