২৬ ফেব্রুয়ারি, ইতিহাসের কথা
২৬ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৭তম দিন। বছর শেষ হতে আরো ৩০৮ (অধিবর্ষে ৩০৯) দিন বাকি রয়েছে। ঘটনাবলী ৩১৯ – চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন। ১৫৩১ – লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত। ১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে। ১৮৪৮ – দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত। […]