২৭ জানুয়ারি, ইতিহাসের কথা
২৭ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৮ (অধিবর্ষে ৩৩৯) দিন বাকি রয়েছে। ঘটনাবলী ১৮২২ – আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা। ১৮৮০ – টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন। ১৯২৬ – জন লোগি বেয়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন। ১৯৪৪ – সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে […]